ফাহিম বলেছিল, সিমি যেভাবে পরিকল্পনা করবে সেভাবেই সে সময় বের করবে। কিন্তু বাস্তবে সেভাবে সময় মেলানোটা ঠিক হয়ে ওঠে নি ফাহিমের। গত দুদিন সে তার মায়ের সঙ্গেই থেকেছে। কোথাও বের হয় নি। তবে আজ শুক্রবার বন্ধের দিন বিধায় সিমি মোটামুটি লম্বা একটা পরিকল্পনা করে ফেলল। ফাহিম সেদিন কথায় কথায় জানিয়েছিল, দেশে এলে আর কোথাও তার যাওয়া হোক না হোক, তিনটি জায়গায় সে যায়। এক শহীদ মিনার, দুই জাতীয় স্মৃতিসৌধ আর তিন ওদের গ্রামের বাড়ি। পরিকল্পনার অংশ হিসেবে ফাহিমকে নিয়ে আজ স্মৃতিসৌধ দেখতে যাবে সিমি। সারা দিন ওখানেই থাকবে। সেখান থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ থাকার ইচ্ছে ফাহিমের। সেখানেও যে তার স্মৃতি রয়েছে অনেক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস প্রথম দেখাতেই ফাহিমকে মুগ্ধ করেছিল। পুরো ক্যাম্পাসটাকেই প্রকৃতি এক নিবিড় আলিঙ্গনে জড়িয়ে রেখেছে যেন। প্রকৃতিকে এত কাছে থেকে দেখা, হৃদয় শীতল করা বিশুদ্ধ বাতাস, সব মিলিয়ে অন্য রকম একটা অনুভূতি কাজ করত তখন।