তমসাচ্ছন্ন গভীর রাত। নিস্তব্ধ নিরবতায় ব্যস্ত শহরটা যেন ঝিমিয়ে পড়েছে। নিজ বাড়ির অন্ধকার কক্ষের মেঝেতে চুপচাপ বসে রয়েছে বর্ষণ। অপেক্ষার মারা থাপ্পড়টা ভুলতে পারছে না সে। ভেসে উঠছে দৃষ্টিতে তার মুহূর্তটা। মেয়েটা কি তাকে ঘৃণা করে? খামচে ধরলো বর্ষণের হৃদয়টা। অবশ্য তার ব্যবহারের পরিপ্রেক্ষিতে ঘৃণা ছাড়া কিছু আশা করাটাই বিলাসিতা! এভাবেই কি অপেক্ষা তাকে ঘৃণা করবে সারাজীবন? অপেক্ষার ঘৃণার অতলে কি হারিয়ে যাবে সে? বর্ষণ আকাশের পানে একদৃষ্টে চেয়ে ওষ্ঠদ্বয়ে তাচ্ছিল্যের হাসি টেনে তাচ্ছিল্যের স্বরে বলল, সে আমায় ভালোবেসে না হোক, ঘৃণাতে দিক ছুঁয়ে। আমি না হয় থাকি, তার ঘৃণা হয়েই রয়ে।
Read all reviews on the Boitoi app