"বউ! বউ, তুই কই?" ঈশানের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠলো, কম্পিত হলো আকাশ-বাতাস, জমিনসহ সুবিশাল বাড়িটি। দশ বছর পরে দেশে ফিরে নিজের বউকে খুঁজে না পেয়ে চিৎকার করে উঠলো ঈশান। ঈশানের পানে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে তার গোটা পরিবার। ছেলেটার এমন রূপ তাদের কাছে দুঃস্বপ্ন ছাড়া যেন কিছু নয়। ঈশান সর্বোচ্চ স্বরে চিৎকার করে আবারও বলল, "আমার বউ কই?" ঈশানের পানে এগিয়ে গেল তার মা সায়রা পারভীন। ঈশানের কপালে হাত রেখে তিনি চিন্তিত স্বরে বললেন, "কি বলছিস তুই?" ঈশান নিজের মা সায়রা পারভীনের পানে একপলক চেয়ে নির্বিকারভাবে বলল, "কি বলছি, বুঝতে পারছো না?" সায়রা পারভীন ঈশানের কথার প্রেক্ষিতে নির্বিকারভাবে বললেন, "না।" ঈশান উন্মাদ স্বরে বলল, "আমার বউ কোথায়?" সায়রা পারভীন ঈশানের পানে চেয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, "তোমার বউ!" কিঞ্চিৎ থেমে সায়রা পারভীন ঈশানের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রুক্ষ স্বরে বলল, "রুহি তোমার বউ ছিল না, না আছে, আর না থাকবে।" সায়রা পারভীনের কথার প্রেক্ষিতে ঈশান সায়রা পারভীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রুক্ষ স্বরে বলল, "এভাবে ভিলেনের মতো করছো কেন? আমার বউকে তোমরা গুম টুম করে দেননি তো?" সায়রা পারভীন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো নিজের ছেলের পানে। শেষ বয়সে বউমা অপহরণের অভিযোগটাও তার পাওয়ার ছিল নিজের ছেলের থেকে!
Read all reviews on the Boitoi app