সময় একটি মূল্যবান সম্পদ। একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছেও সমান পরিমাণ সময় থাকে। পার্থক্য শুধুমাত্র সময়ের ব্যবস্থাপনায়। যে যত বেশি কার্যকরভাবে সময়ের ব্যবস্থাপনা করতে পারে, সে তত বেশি সফল হয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এক মিনিট সময়ও হেলায় পার করা আমাদের জন্য ক্ষতিকর। ঠিক সময়ে ঠিক কাজ করা সময় ব্যবস্থাপনার প্রধান উপাদান। কাজ ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছু সময় বরাদ্দ রাখতে হয়। সকল দিক বিবেচনা করে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করা খুব কম মানুষই পারে। কিন্তু যারা পারে, তারাই সফলতার মুখ দেখতে পায়। সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করা হলে দুশ্চিন্তা বা মানসিক চাপ দূর হয়ে যায়। এই বই পড়ার পর আমার সময় ব্যবস্থাপনা সম্পর্কে আরও ভালো ধারণা হয়েছে। আমি মনে করি এটি একটি সময়োপযোগী বই। ব্যবসায়ী, চাকরিজীবী বা ছাত্র-ছাত্রী—সবার জন্যই এই বইটি কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। মোহাম্মদ শিবলী শাহরিয়ার বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অব অ্যান্ট্রাপ্রেনারশিপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Awesome. Excellently translated.
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা বই।
ভালো