সম্ভব হলে আমি বাংলা ভাষা-ভাষি সকল বাবা, মা, অভিভাবকের হাতে এই বইটির একটি করে কপি পৌঁছে দিতাম। প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত ডাক্তার, গবেষক, বিশেষজ্ঞ, প্রফেসরদের লেখা বিভিন্ন প্রবন্ধ, আর্টিকেল, সাক্ষাৎকার ইত্যাদি ঘেঁটে বইটি রচনা করেছি। সাহিত্য সমৃদ্ধ করা কিংবা বিনোদন দেওয়ার উদ্দেশে এই বই লিখিনি। আমার মূল উদ্দেশ্য বর্তমান ও ভবিষ্যতে যারা বাবা, মা হিসেবে দায়িত্ব পালন করছেন/করবেন, তারা যেন তাদের সন্তানকে যথাযথ প্যারেন্টিং করতে পারেন। সেই প্যারেন্টিঙে যদি এই বই একটি সাধারণ গাইডলাইন বা পরামর্শক হিসেবে ভূমিকা রাখে তাতেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
অসাধারণ একটি বই। বাচ্চাকে মানুষ করতে খুবই কাজে আসবে। লেখককে ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app