পরকীয়ার বিষাক্ত ছোবলে খুন হয়ে গেল পঙ্গু ডিলেনি। তাঁর স্ত্রী টেরি রিগ্যান নামের এক টিভি মেকানিকের সাথে পরকীয়ায় লিপ্ত। একটি টিভি সেটে সূক্ষ্ম কারিগরি কৌশল খাটিয়ে ডিলেনিকে খুন করার পরিকল্পনা করেছিল টেরি। গিলডা; একজন মোহনীয় নারী। সৌন্দর্যে সে যতটা কমনীয় কাজকর্মে ততটাই রহস্যময়ী! ডিলেনি কীভাবে মারা গেল সেটা বের করতে তদন্তে নামল তুখোড় ইনভেস্টিগেটর ম্যাডক্স। প্রকৃত অপরাধীকে সে শাস্তি পাইয়েই ছাড়বে। ম্যাডক্স এপর্যন্ত কোনো কেসে ব্যর্থ হয়নি। লসন হান্ট; আইনজীবি। ম্যাডক্সের চিরশত্রু। এপর্যন্ত তিনবার ম্যাডক্সের কাছে হেরে অপমানে অগ্নিশর্মা হয়ে আছে। ডিলেনির কেসে অপরাধী যে-ই হোক, অপরাধীকে বেকসুর খালাস করিয়ে ম্যাডক্সের মুখে ঝামা ঘষে দেবে বলে শপথ নিয়েছে লসন। শুরু হয়ে গেল বুদ্ধিমত্তা ও কৌশলের এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ!
অসাধারণ একটি বই। অনুবাদও চমৎকার হয়েছে।
Read all reviews on the Boitoi app