পর পর পাঁচটি খুন। ভিক্টিমদের সবাই কুখ্যাত সন্ত্রাসী। এসব হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারছে না পুলিশ, তাদের ভাষায়-'ক্লুলেস মার্ডার'। অল্প সময়ের ব্যবধানে পাঁচ ক্যাডারকে হারিয়ে নড়েচড়ে বসেছে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের নেতা, এক কালের টপ টেরর কানা শামসু। এদিকে এই পাঁচজন দাগী সন্ত্রাসীকে হত্যার খবরগুলো চমকে দেয় শোভনকে। বছরখানেক আগের এক দুঃসহ স্মৃতি উসকে দেয় হত্যার ঘটনাগুলো। আতঙ্কিত শোভন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আন্ডারওয়ার্ল্ডের এই ফাইভ মার্ডার কৌতুহলী করে তোলে ক্রাইম রিপোর্টার তন্ময় চৌধুরীকে। নিজের মতো করে অনুসন্ধানে নামে সে। বের হয়ে আসতে থাকে একের পর এক বিস্ময়কর তথ্য। উন্মোচিত হতে থাকে লোভ-লালসা, সম্পর্কের জটিল সমীকরণ আর বিশ্বাসভঙ্গের গল্প। তন্ময় চৌধুরীকে নিয়ে গোলাম কিবরিয়ার আরেকটি জমজমাট ক্রাইম থ্রিলার "রক্ত"।
"খুব সুন্দর গল্প, একবসায় শেষ করলাম৷ আর একটু বড় হলে আরো ভাল লাগত 😅"
ভালো বই । ঝরঝরে লেখা ।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর গল্প, একবসায় শেষ করলাম৷ আর একটু বড় হলে আরো ভাল লাগত 😅
খুব সুন্দর একটা বই