Authors
Explore our collection of books across different authors
গোলাম কিবরিয়া
6
Books
89
Followers
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে যুক্ত হন সাংবাদিকতায়। দুই দশকেরও বেশি সময় ধরে আছেন এই পেশায়। পাশাপাশি খণ্ডকালীন শিক্ষকতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পেশাগত বিষয়ে একাডেমিক শিক্ষার ঘাটতি পূরণ করেছেন দেশে-বিদেশে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলারশিপের আওতায় সাংবাদিকতা বিষয়ে উচ্চতর শিক্ষা নিয়েছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে। এছাড়া প্রশিক্ষণ নিয়েছেন সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট, রেডিও নেদারল্যান্ডস ট্রেইনিং সেন্টার এবং লন্ডনের রয়টার্স ফাউন্ডেশন থেকে। লেখকের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বিশে বিষ (গল্পসংকলন), বিষ ডজন (গল্পসংকলন), চব্বিশ ঘন্টা (উপন্যাস) এবং পাপ (উপন্যাস)। এর বাইরে বিভিন্ন সময় পত্রপত্রিকা, সাময়িকী এবং অনলাইন পোর্টালে গল্প, প্রবন্ধ এবং মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হলেও সেগুলো গ্রন্থিত হয়নি।