খুনটা আমি করবো, সেই সিদ্ধান্তটি নেয়ার পর শুরু হয় আসল সমস্যা। কিভাবে একটা নিখুঁত প্ল্যান করা যায়, সেটা নিয়ে ভেবে ভেবে দিন কাটতে থাকে, কিন্তু কোনো কূল কিনারা পাই না। হত্যাকাণ্ডটি এমনভাবে সাজাতে হবে, যেন মনে হয় একটি দুর্ঘটনা বা আত্মহত্যা। পেশাদার খুনীকে দিয়ে কাজ সারার কথাও ভেবেছি, কিন্তু পত্রিকায় পড়া নিউজগুলোর অভিজ্ঞতা থেকে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ এসব হত্যার আসল ঘটনা উদ্ধার করে ফেলে। আসলে অপরাধী চক্রের সাথে পুলিশের দারুন জানাশোনা। একটি মার্ডারের পেছনে যদি পেশাদার অপরাধীরা থাকে, তাহলে সেটি বের করা পুলিশের জন্য একেবারে পিস অফ কেক। অনেক ভেবে সিদ্ধান্ত নেই, খুনটাকে আত্মহত্যা বলে চালাতে হবে। সে ক্ষেত্রে নিজেকে সন্দেহের বাইরে রাখতে হলে আমাকে হয়ে যেতে হবে একজন বাইরের মানুষ...
পার্ফেক্ট কিবরিয়া ভাই।
Read all reviews on the Boitoi app
নিখুঁত একটা গল্প। সংসার জীবনের বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ তার একটা জলন্ত উদাহরণ...।
ছোট্ট গল্প, লেখক চাইলে হয়তো উপন্যাসিকা কিংবা উপন্যাস হতে পারতো। গল্পের পছন্দের দুইটা অংশঃ ১) তওসিফের জন্মদিন উপলক্ষে সুতপার কেনা জেমস প্যাটারসনের লেটেস্ট দুটি বই। ২) ভোর রাতে ইকরামুল এবং জুই একসঙ্গে খাবার খাওয়া।
খুব ভালো লেগেছে
Bhaiiii!!!! Perfection 👌👌👌
গল্পটি আসলেই নিখুঁত!