আমি অপেক্ষা করছি, আব্দুল আজিজ মাস্টার নিজের থেকেই তার পেটের ভেতর জমে থাকা কথাগুলো বলবেন। কিন্তু আমার অপেক্ষাই সার। আব্দুল আজিজ মাস্টারের কথা আর এগোয় না। আবার চুপ হয়ে গেছেন, যেন কথা খুঁজে পাচ্ছেন না। সম্ভবত আলাপের প্রসঙ্গটা খুবই বিব্রতকর, তাই কিভাবে কথাটা শুরু করবেন ভেবে পাচ্ছেন না। মনে মনে বেশ অবাক হই। আমার সাথে তার কী এমন আলাপ আছে যেটা নিয়ে এতোটা বিব্রত হতে হবে! অন্যাবশ্যক কেশে গলাটা একটু পরিষ্কার করে আব্দুল আজিজ মাস্টার বলেন ‘ভাই মানুষ আপনাকে হয়তো নানা কথা বলবে। কোনো কিছু নিয়া খটকা লাগলে আমারে বলবেন। আমি ঠিকঠাক সবকিছু বুঝায়া দিব। আর….. বাক্যটা অসম্পূর্ণ রেখেই চট করে উঠে পড়লেন আব্দুল আজিজ মাস্টার, যেন হঠাৎ করে জরুরি কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে দ্রুত কমরা থেকে বের হয়ে গেলেন। এবার সত্যি সত্যি আমার অবাক হওয়ার পালা। কী সেই কুসংস্কার আর কী সেই কথা যেটা শুনলেও বিশ্বাস করা যাবে না, আব্দুল আজিজ মাস্টারের কাছ থেকে সেই কথার ব্যাখ্যাটা জেনে নিতে হবে! রহস্যময় বিষয়গুলো জানার একটা দুর্দমনীয় ইচ্ছা মনের ভেতর পাক খেতে থাকে....
"লেখকের রক্ত বইটা পড়েছি। দারুন ছিল। এবারের ছোট গল্পটি আরও বেশী সুন্দর!"
এন্ডিং টা গা ছমছমে
Read all reviews on the Boitoi app
গোলাম কিবরিয়া সাহেবের নিখুঁত গল্পটি প্রথম পড়েছি। এইটি দ্বিতীয় ❤️ আহ! চমৎকার ফিনিশিং। অসাধারণ, আরো গল্প চাই।
গল্পটা ভালো ছিল। লেখন কৌশলও সুন্দর ❣️
লেখকের রক্ত বইটা পড়েছি। দারুন ছিল। এবারের ছোট গল্পটি আরও বেশী সুন্দর!