পাঁচ বন্ধু মিলে বেরিয়েছে নতুন গল্পের সন্ধানে।গন্তব্য নায়েব বাড়ি।সেখানে এক রাত কাটিয়ে লিখে ফেলবে চমকপ্রদ ভয়ংকর গল্প।অমাবস্যার শীতের রাতে গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল চা দোকানের। এক সময় তার বাড়িতে নিমন্ত্রণ, মনে হচ্ছিলো এক এক সুতোয় টেনে নিচ্ছে তাদের।রাতের বেলা জমে উঠলো নায়েব বাড়ির গল্প।কিন্তু গভীর রাতে? ভোজবাজীর মতোন সব যেন শেষ হয়ে গেল।মৃত্যুর মুখে পতিত হয়ে জানতে পারলো এক অমোঘ সত্য।কী ধরা পড়েছিল তুশিবের ক্যামেরায়?
টুইস্টগুলো ভালো ছিলো। তবে শেষের দিকটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে মনে হলো।
Read all reviews on the Boitoi app
বেশ ইন্টারেস্টিং ছিলো গল্পটি।
অসাধারণ
খুবই ভালো লাগলো
😅😅