Authors
Explore our collection of books across different authors
সাদিয়া খান সুবাসিনী
26
Books
2816
Followers
সাদিয়া খান সুবাসিনী। বর্তমান সময়ের একজন পাঠকপ্রিয় নারী লেখক।অনলাইন জগতে পরিচিত এবং পাঠকপ্রিয় সুবাসিনীর প্রথম ই-বুক "সময়ের ধারা" পূর্ব প্রকাশিত সমকালীন উপন্যাস "সন্দেহ" "ত্রিধার" এবং "সূর্যতামসী" গল্পগ্রন্থ "এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না" পাঠকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। কোনো এক ২১শে ফেব্রুয়ারির সকালে তার জন্ম প্রিয় টাংগাইল শহরে৷ বাবা সাদেক খান এবং মা রাজিয়া খানের প্রথম সন্তান। বর্তমানে সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ এর উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।