কয়েক বছর পর বিদেশ থেকে ফিরে রাফায়েত দেখল, অবনী বেশ বদলে গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা অতীতের আঘাতে দুমড়ে-মুচড়ে যাওয়া সেই মেয়েটাকে নিয়ে দূরে থেকে যা ভেবেছিল, তার সবটাই ভুল ছিল। অতীতে রাফায়েতের করা ভুল তিলে তিলে শেষ করে দিয়েছে অবনীর বর্তমান। যদিও রাফায়েত তার ভুল স্বীকার করেছিল, তবু অবনী তাকে ফিরিয়ে দেয়। অপরদিকে, রাফায়েত ছিল নাছোড়বান্দা। শত চেষ্টা করেও যখন সে বারবার প্রত্যাখ্যাত হয়, তখন একসময় তার আন্তরিক ভালোবাসার উষ্ণতা অবনীর হৃদয়ে জায়গা করে নেয়। ভালোবাসা বুঝি এমনই হয়—সময়, ভুল আর সঠিক সিদ্ধান্তের মিশেলে পূর্ণতা পায়।
গল্পটা ছোট তবে পরিপূর্ণ। অল্পের মধ্যে বেশি।কাহিনীটা জোশ ছিল আর লেকিকার লেখনি কি বলব সবসময়ই সুন্দর পড়লে শুধু পড়তেই ইচ্ছা করে।
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা বই।সুবাসিনী আপুর লেখা মানেই অসাধারণ কিছু।
Wonderful
খুব সুন্দর বই 🥰
খুব ই পছন্দের একটি গল্প। এই নিয়ে দুইবার পড়লাম 🐱❤️ আমার সবচেয়ে ভালো লেগেছে রাফায়েতের মায়ের ভূমিকা তিনি যদি অবনীর পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো অবনী- রাফায়েতের পরিণতি টা সুন্দর হতো না।
সহজ, সুন্দর গল্প
অবনির কষ্ট গুলো হৃদয় ক্ষত সৃষ্টি করেছে। আবার রাফায়েত আর অবনির পরিণয় দারুণভাবে আন্দলিত করেছে। দুই বান্ধবির বন্ধন কতটা শক্ত হতে পারে এটাও এই গল্পে তুলে ধরা হয়েছে। মোট কথা অসাধারণ লেগেছে❤️❤️❤️
Mashallah apu onek shundor silo golpo ta. Amader society te emon onek Oboni k poua jabe jara nijer family theke ottacharitho hoi. Aleya begum k onek valo legese. Rafayet tar ekta vuler jonno Oboni r jibon er kisu bosor noshto hoiye gelo. Sob seshe eitai bolbo Rafyet er jibone Oboni sotti Ushsoshir Alo. R Apu tumi borabor e valo lekho. Mon theke dua roilo tomar jonno r ami Israt Jahan.
গল্পটা ভালো লাগছে 💙💙
দারুন,তবে যারা এতদিন অমানবিক ব্যাবহার গুলো মেয়েটার সাথে করেছে তাদের কিছু শাস্তি বা এমন কিছু করা উচিত ছিলো যাতে পাঠকরাও তৃপ্তি পায়।কারণ প্রতিটা কাজের কর্মফল আছে। এতো অমানবিক বাবা ,ভাই এবং মা (স্বামীর প্রেমেই অন্ধ হয়ে অন্যায় মেনে নেয়া) এদের সবার কি পরিণতি সেটা দেখার ইচ্ছা ছিল।যাক মোটামুটি লেখাটা ভালই ছিলো।