সাগরিকার তাশদীদ নামক মানুষটার প্রতি ভয়। কেনই বা পাবে না? এই সেই ব্যক্তি যে তাকে গাছের সাথে বেঁধে রেখেছিল কেবল মাত্র মেয়েটা গণিতে ফেল করেছিল বলে। কিংবা একটু আধটু ভুল হলে মানুষ ভয় দেখায় আর এই মানুষটা রঙবেরঙের শান্তি দিয়ে বসে। কখনো বা সকাল সকাল চা বানাতে পাঠায়, আবার পড়া না হলে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। ধীরে ধীরে সাগরিকার বয়সের সাথে ব্যস্তানুপাতিক হারে কমেছে শান্তির পাল্লা। একদিকে তাশদীদ অন্য দিকে তার অদৃশ্য কোনো এক প্রেমিক। সাগরিকার ধারণায় যে আসে অন্য জগত থেকে। বিয়ের কথা বললেই সে আসবে, তার গন্ধ পাওয়া যায়। মিষ্টি একটা গন্ধ, সাথে উপহার হিসেবে থাকে একজোড়া নুপুর। এসবের মাঝে সাগরিকা বুঝে পায় না সে কীভাবে এই মানুষের প্রেমে হাবুডুবু খেল। তবে প্রথম অনুভূতি প্রকাশে যদি প্রত্যাখান পায়? নানান জল্পনাকল্পনায় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেলা। গল্পটা একটা মিষ্টি প্রেমের গল্পটা তাশদীদ,সাগরিকার।
❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে 💕💕💕
ভীষণ ভীষণ সুন্দর গল্প টা।কি যে মিষ্টি!!
অসাধারণ একটা জুটি ❤️☺️ গল্পটা অনেক ভালো লেগেছে। এরকম আরো গল্প চাই ❤️❤️
ফেবুতে বিস্তারিত পড়ার কারনে যেমন মনটা ভরেনি ঠিক 🤧 তবুও আবার তাদের দেখা পাওয়াই অনেক ভালো লাগলো,, সুন্দর প্রিয় একটি জুটি❤️
বইটিতে কিছু জায়গায়, যেখানে এক ঘটনা থেকে পরবর্তী ঘটনায় যাচ্ছিলো, সেখানে ক্লিয়ার ছিলো না। সেসব স্থানে কে কথা বলছে ধরতে পারছিলাম না। কিন্তু সাগরিকা ও তাশদীদ হৃদয় ছুঁয়েছে। শেষে পড়তে গিয়ে যখন লিপ নিচ্ছিলো সেটাও এক লাইনে হওয়াতে বুঝতে কষ্ট হয়েছে সাথে ভয়ও। তবে স্যাড এন্ড হলে আমি কেঁদেকেটে বুক ভাসিয়ে ফেলতাম। ভালো লেগেছে ওদের ভালোবাসাটা।
এই গল্পটা অনেক পছন্দের ছিল। নতুন ভাবে পেয়ে খুব ভালোলাগছে।
সত্যি বলতে মন ভরেনি। টুপ করে শুরু হলো ঝুপ করে শেষ হয়ে গেল!!! হয়তো তাশদীদ সাগরিকা একটু বেশিই প্রিয় বলে।
মন টা যে কি পরিমান ভালো হয়ে গেছে বলে বোঝানো যাবেনা।।। এক কাপ চা গল্পটা যখন পড়তাম খুব ভালো লাগতো কিন্তু শেষ টা খানিকটা খাপছাড়া লেগেছিলো কিন্তু এইটা বেস্ট হইসে।।।শুভকামনা রইলো লেখিকার প্রতি 😍😍😍
তাশদীদ সাগরিকা ❤️অনেক অপেক্ষায় ছিলাম তাদেরকে আবারও পড়ার জন্য🥰।বরাবরই আমার প্রিয় তাশদীদ, সাগরিকা 🥰।