রাওনাফের বিয়ের ঠিক আগের দিন রাতেই তার প্রাক্তন তাশফাকে সাপে কাটে। হাসপাতাল অবধি পৌঁছানোর সময় রাওনাফ খেয়াল করলো এই মেয়েটাকে কখনো ভুলতেই পারেনি সে।বিয়ের কনে এসে রাওনাফকে নিয়ে যেতে চাইলে সে বিয়েতে নিষেধ করে দিলো।অথচ সেই মেয়েটাও কনে বেশে অপেক্ষা করছিল রাওনাফের জন্য।তাশফার প্রাঞ্জলতার প্রেমে পড়া রাফওয়ান বাস্তবতার মুখোমুখি হয়ে কাকে বেছে নিবে? প্রাক্তন না কি বন্ধু?
চমৎকার লিখেছেন আপু।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর ছিল আপু
এই ই-বুকটা আপুর পেইজে কমেন্ট করে পুরস্কার হিসেবে নিয়েছিলাম। আপুর ফেসবুকের লেখার চেয়ে তার বই ও ই-বুকের গল্পের ধাচ আলাদা হয়। গল্পটা শুরু করতেই যেনো শেষ হয়ে গেলো। মনে হচ্ছিল আরও একটু পড়ি গল্পটা৷ তবে তাশফার সাথে দুর্ঘটনার পর গল্পটা মনে হচ্ছিল যেনো একলাফে অনেকটা এগিয়ে গেলো৷ মনে হচ্ছিল আরেকটু পড়ি আরও ডিটেইলস পেলে অনেক ভালো লাগতো। তবে ওভারঅল গল্পটা আমার কাছে খুব ভালো লাগলো৷ আরও কয়েকটা ইবুক পড়েছি আমার কাছে লেখাগুলো বেশ ভালোই লাগলো। তবে এই গল্পটা আমারও আরও পরতে মন চাইছিলো, কেনো যে এতদ্রুত শেষ হয়ে গেলো 🥹।
A very sweetest love story - short but deep!
আপুর লেখার অন্ধ ভক্ত আমি আর গল্প টাও ভীষন সুন্দর হইছে কিন্তু গল্প টার সাইজ অনুযায়ী রেটটা অনেক এরকম ছোট্ট গল্প গুলোর এতো দাম ধরবেন না পিলিজ অনুরোধ করছি।
গল্পটি অসাধারণ কিন্তু বইয়ের দাম গল্প হিসাবে বেশি মনে হলো।
Nice book
অনেক অনেক সুন্দর ছিল গল্পটা❤️❤️