অরু এবং নীরু দুই বোন।নীরুর ছোট্ট বিবাহিত জীবনে তার লাঞ্চনা ব্যতীত আর কিছুই মিলেনি।বাবার বাড়িতে ফিরে এসে সে কেবল অসহায়ত্ব পেয়েছে।অপর দিকে অরু এক ভিন্ন মানুষ। শাহমীর নামের যে মানুষটার জন্য নীরুর জীবনে এতো উত্থান-পতন ঠিক সেই মানুষটার জন্য অরুর জীবম প্রেমময়। গল্পটা অরু এবং নীরুর।
খুব সুন্দর একটা গল্প। চার পর্বের এই ছোট গল্পটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর ও সাবলীল লেখনী। অরু আর শাহমীরের কাহিনি খুব সুন্দর লেগেছে। মানুষ মাত্রেই ভূল করে নিরু যে ভুলটি করেছিল তা মনে করে প্রতি কোথায় অপমানিত না করে যদি বাবা মা তাকে আগলে রাখতো তাহলে তার কাহিনীও ভিন্ন হতো। শেষে ভূল করার সাহস সে পেতো না। অনেকক্ষেত্রে কিছু বাবা মায়ের জন্য সন্তানদের জীবন নষ্ট হয়। এই জায়গায় নিরুর বাবা মা কে আমার দোষী মনে হয়েছে। যদিও গল্পটা সুন্দর ছিল তবে অরু আর শাহমিরের কাহিনি আর একটু বড়ো হলে গল্পটি আরোও সুন্দর হতো আমার পার্সোনাল মতে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা ও ভালোবাসা।
Read all reviews on the Boitoi app