"রবীন্দ্রনাথের একটা গান আছে না? দূর হতে আমি তারে সাধিব বিরহ যতনে বাঁধিব....তবে আমি তাকে বিরহ যতনে বাঁধতে চাইনি।সে ছিল আমার দেখা আমার জীবনের সবচেয়ে শুদ্ধতম সুন্দর পুরুষ। যে পুরুষ দেখে অন্তরের অন্ধকার কোণে জ্বলে উঠেছিল এক চিলতে আলো। সে আলোয় ফুটেছিল শ'য়ে শ'য়ে রজনীগন্ধা,দোলনচাঁপা, শিউলি কিংবা গন্ধরাজ।আমি আমার ধ্বংসের সামনে দাঁড়িয়ে তাকে দুই হাতে আমন্ত্রণ জানিয়েছিলাম।আমার সর্বনাশ এবং আমার আরাধ্য পুরুষকে। অথচ কে জানতো? আমি প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি আমার ধ্বংসের সন্নিকটে।
দূদান্ত এক মেয়ের গল্প,যার পুরোটাতেই আছে ভালোবাসায় ঘেরা।
Read all reviews on the Boitoi app
সুন্দর ❤️
তীব্র ভালোবাসার উপাখ্যান গুলো শান্তি সঞ্চার করে।ভালো লেগেছে 🌸
টেল মি হোয়েন শৈলীনি? কবে তুমি আমার হবে, সম্পূর্ণ আমার? গল্পটা একাকী রাজকন্যা শৈলীনি আর তার সবুজ চোখের গন্ধরাজ প্রেমিকের। পার্সোনালি এমেরাল্ড অর্থাৎ গাঢ় সবুজ রঙ আমার প্রিয়। আর গল্পটা যেন সবুজ প্রেমে মাখামাখি। এককথায় অনবদ্য লিখেছেন লেখিকা। আর কাব্য মির্জা কে নিয়ে আর কিছু বলার নেই৷ সে পৃথিবীর শুদ্ধতম প্রেমিক পুরুষ নিঃসন্দেহে গল্পটা খুব তাড়াতাড়ি শেষ হলো বোধহয়। একটা ঘোরের মধ্যে পুরোটা শেষ করলাম শৈলিনী আর কাব্যকে আরেকটু পড়তে ইচ্ছে করছে
কথায় আছে না নজরের দোষ সবটায়, এখানেই তার সত্যতা। সমুদ্রকন্যার বুকে ভেসে থাকা এক সুদর্শন পুরুষের নজর শৈলীনির সব পাল্টে ফেলার যাত্রা।কিন্তু কে কার জোয়ারে ভাসলো..কিশোরীর প্রেমে নব যুবক নাকি এমেরাল্ড নজরের পুরুষের প্রতি এক যৌবনা! আরেকটা বিষয় হচ্ছে সবাই মিষ্টভাষী হলেই যে ভালো হয়না তাছাড়া সব থাকতেও একা বেড়ে উঠা সন্তানের জীবন যে আসলেও সহজ হয়না এখানে তার দৃষ্টান্ত মুন আপু হাইলাইট করেছেন। অপেক্ষা, অধিকারবোধ,তিক্ততা,ভালোবাসা সব কিছুর মিশ্রণে এক পরিপূর্ন মিষ্টি কাহিনির জার্নি এই ইবুক। শুভ কামনা রইলো
সুবাসিনী আপুর প্রতি টা গল্পই খুব দারুণ হয়,
গল্পটির প্রধান দুইটি চরিত্র আমার ভালো লেগেছে। গল্পের কাহিনি সুন্দর ও স্বচ্ছ। তবে আমার মনে হয় গল্পটা আর একটু বড় হলে ভালো হতো। যাইহোক, আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় লেখিকা। 💚