গল্পটা নিধির।খুব অল্প বয়সে পর পর কয়েকবার অসুস্থতার মাঝ দিয়ে যেতে হয়েছিল তাকে।শেষ অবধি হার্টে দুটো ব্লক ধরা পড়লে তার পুরো পৃথিবী থমকে গেল।বিভিন্ন সার্জারির পর গায়ে আজন্মকালের জন্য বসে যাওয়া ক্ষতে চিহ্ন নিয়ে বেঁচে থাকাটা তার কাছে নিছক অভিনয়।কিন্তু ভেনিসে সে দেখা পেল এক মারাত্মক বিষাক্ত তবে ভয়ংকর এক সুন্দর পুরুষের। যে পুরুষের জীবনে সে হয়ে উঠলো তার প্রাণ কন্যা। গল্পটা আবিরের ও। অসময়ে বন্ধুর বোনের প্রেমে পড়ার গল্প।
সুন্দর, মিষ্টি, ভালোবাসাময়
Read all reviews on the Boitoi app
প্রথম দেখার প্রেম আর ধীরে ধীরে প্রেমে পড়ার বিষয়টা আসলেও অন্যরকম।এইযে প্রতিনিয়ত জিয়ন করা অপেক্ষা করা জীবনের সমস্ত নিয়ম উল্টে যাওয়ার যে বিষয়টা প্রাণ কন্যা তে প্রকাশ পেয়েছে জিনিসটা আসলেও অন্যরকম অনুভূতি। অসুস্থতা যে কোনো প্রতিবন্ধকতা না জীবনের বরং তাদের কেন্দ্র করেই অনেক মানুষের ভালো থাকা নির্ভর করে এটা সব থেকে heart touching ছিল।আর বন্ধুর বোন কনসেপ্টটা একটু বেশিই ইন্টারেস্টিং🙊
দারুন ছিলো, 💜🖤🤎 এক বাক্যে অসাধারণ ❤️ প্রাণ কন্যা ]- আহা কি দারুণ অনুভূতি মেসানো🌺 খুবউই সুন্দর ছিলো, মন ছুয়ে গেছে ☘️⭐⭐⭐⭐⭐।
ভীষণ সুন্দর ছিল গল্পটা।খুব ভালো লেগেছে🤎