দুআ কি যেনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তাহলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে? দুআ নিয়ে আমাদের মনে যত ধরনের প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে। বাড়বে দুআ কবুল হওয়ার আত্মবিশ্বাস। দূর হবে দুআ নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তিবিলাস। দুআ শুধু বিড়বিড় করে পড়ে যাওয়া কিছু অবোধ্য শব্দকণা নয়। দুআ মানে সুমহান আল্লাহর সঙ্গে নিবিড় কথপোকথন। বিশ্বাসীদের অব্যর্থ হাতিয়ার।
দুআঃ বিশ্বাসিদের হাতিয়ার, মাসুদ শরিফ ভাইয়ের অনুবাদ বইসুহের মধ্যে অন্যতম ১টি। বইটির অসাধারন লেখনি ও বিস্তর তথ্য ভান্ডার বদলে দিবে আপনার চিন্তাধারা.... আশা করি সবাই পারলে একবার হলেও পড়ে দেখবেন।।
Read all reviews on the Boitoi app