পৃথিবীতে মানব সন্তানদের ক্রমবিকাশের প্রথম পর্যায় থেকেই কলহ চলমান। যুদ্ধ-বিগ্রহ করেই মানব অস্তিত্ব টিকে আছে সুখের আশায়। অন্ধকার সময়কে পেছনে রেখে পৃথিবীকে মানুষ করেছে অতি আধুনিক। সময়ের তালে ভূ-পৃষ্ঠের সকল অন্যায়কে অপরাধ বলতে শিখেছে মানুষ। মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘসহ নানান মানবাধিকার সংগঠন। তারপরও একশ্রেণির মানুষ প্রতিনিয়তই হচ্ছে নিগৃহীত। পৃথিবীর সর্বত্র নিগৃহীত সেইসব মানুষদের একটাই পরিচয়; তারা মুসলমান। ফিলিস্তিন থেকে কাশ্মীর, আফগানিস্তান-ইরাক-লিবিয়া-সুদান-বসনিয়া-চেচনিয়া-ইয়েমেন থেকে আরাকানসহ পৃথিবীর সকল স্থানে বাতাসে ধ্বনিত হচ্ছে মুসলমানদের হাহাকার। কিন্ত কেন এই মানুষগুলোর ওপর এত নিপীরন-নির্যাতন? এমন প্রশ্নের উত্তর কোনো সভ্য সমাজ আজ আর দিতে পারবে না। যতক্ষণ না মুসলমানরা এক হতে পারবে, নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারবে, ততক্ষণ পৃথিবীর এমন কোনো সম্প্রদায় নেই যারা মুসলিম জাতিকে তাদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে দেবে।