Authors
Explore our collection of books across different authors
আসাদ পারভেজ
2
Books
27
Followers
২০ জুলাই ১৯৮৪, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। পিতাঃ মরহুম মোহাম্মদ সুরুজ মিয়া সওদাগর; মাতাঃ মোসাম্মাৎ আনোয়ারা বেগম। শিক্ষাঃ আলাইয়ারপুর কাজীর হাট পাবলিক উচ্চ বিদ্যালয়; হাজী মুহাম্মদ মহসিন সরকারী কলেজ; এমএ হাসেম ডিগ্রী কলেজ; সরকারী কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন; বর্তমানে আইসিএমবি-তে অধ্য্যনরত। ব্যক্তিগতভাবে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি তথা ফিলিস্তিন-ইসরাইল; গবেষণা ২০০৯ সালে শুরু করে তারই ওপর ২০১৫ সালে ‘প্যালেস্টাইনের বুকে ইসরাইল’ এবং ২০১৭ সালের বই মেলায় ‘ বাংলাদেশের সীমানার প্রত্যেকেই আমরা বাংলাদেশি বাঙ্গালী’ প্রকাশ করেন। তা ছাড়া, তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একজন কলামিস্ট হিসেবে নিয়মিত লিখে যাচ্ছেন। প্রথম প্রকাশিত উপন্যাস “ভালবাসার যন্ত্রণা” ২০০৪ সাল। তিনি সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের একজন সম্মানিত আজীবন সদস্য (৭৩৪৫) এবং আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ দোকান মালিক সমিতি, কেন্দ্রীয় কমিটি।