গ্রামে দুরন্তপনায় বেড়ে ওঠা ওরা তিন কিশোর—বাদল , সুমন ও নিমাই । কেউ কাউকে না দেখে ওরা একদিনও থাকতে পারে না । গ্রামের সবখানেই ওদের অবাধ বিচরণ । নিমাইয়ের একটি প্রিয় ময়না পাখি ছিল । একদিন বিকেলে খাচা সমেত পাখিটিকে ও বাদলকে উপহার দিল । আর পাখিটি সেদিন রাতেই মারা গেল । বাদল সকালে মৃত পাখি সহ খাচাটি নিয়ে নিমাইয়ের বাড়িতে চলে এল । ওদের বাড়িতে তখন অনেক মানুষের ভিড় । কিন্তু নিমাইরা কেউ নেই । এরপর নিমাইয়ের জন্য ওদের দুই বন্ধুর মনের ভেতর দানা বাধতে থাকে অপুরণীয় শূন্যতা ।“ ওরা তিনজন “ মূলতঃ কিশোর মনের নানা ঘাত ও প্রতিঘাত নিয়ে রচিত একটি কিশোর উপন্যাস ।