জীবনে এগিয়ে যাওয়ার গতিপথ খুঁজে পাচ্ছেন না? সাফল্যের সিঁড়ি দেখা দিচ্ছে না? যে পথে এগুচ্ছেন সেটা সঠিক পথ কিনা তা নিয়ে দ্বিধান্বিত? তাহলে বইটি পড়ুন। বইটি আপনাকে যথোপযুক্ত পথ দেখাবে। কয়েক দশক আগেই নেপোলিয়ন হিল “রোড টু সাকসেস-এর পথ নির্দেশকগুলো ঠিক করেছিলেন। সেগুলো তখন যেমন কার্যকর ছিল, ঠিক তেমনি এখনো কার্যকর। যখন থেকেই নিয়মগুলো অনুসরণ করা শুরু করবেন সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই। যখনই এগুলো অনুসরণ করা আপনার স্বাভাবিক আচরণে রূপ নেবে তখন থেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু করলেন। তো, শুরু করতে প্রস্তুত তো?