Authors
Explore our collection of books across different authors
নেপোলিয়ন হিল
5
Books
18
Followers
নেপোলিয়ান হিল (১৮৮৩-১৯৭০) একজন আমেরিকান লেখক। তিনি ১৯৩১ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট-এর উপদেষ্টা ছিলেন। দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন সাংবাদিকতা পেশায়। ব্যাক্তিগত উন্নয়নের দর্শন নিয়ে লিখিত তাঁর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির জন্যই তিনি বিশ্বব্যাপী পরিচিতি। ধনীরা কী করে ধন-সম্পদ অর্জন করে তা জানার জন্য নেপোলিয়ন হিল পঁচিশ বছর ধরে গবেষণা করেন। গবেষণাকালে তিনি পঁচিশ হাজার মানুষের জীবন বিশ্লেষণ করেন। এই গবেষণালব্ধ জ্ঞান ব্যবহার করেই গ্রন্থকার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি লিখেছেন। নেপোলিয়ন হিল - এর মতে , এই বইয়ে বর্ণিত পদ্ধতি যারা একবার আয়ত্ব ও প্রয়োগ করেন , তার খুব অল্প চেষ্টাতেই ক্রমাগতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকেন। তারা কখনো পুনরায় ব্যর্থতায় পড়েন না। ১৯৩৭ সালে অ্যান্ড গ্রো রিচ বইটি প্রকাশিত হয়। সর্বকালের সেরা দশ বইয়ের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত এই বইটির বিশ্বব্যাপী পনেরো কোটি কপি বিক্রি হয়েছে বলে ধারণা করা হয়। ব্যাক্তিগত ধন -সম্পদ অর্জন কিংবা অন্য কোনো সাফল্য অর্জনের ক্ষেত্রে বইটি নিশ্চিতভাবেই পাঠকের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে।