Authors
Explore our collection of books across different authors
নেসার আমিন
9
Books
61
Followers
নেসার আমিন একজন লেখক ও উন্নয়নকর্মী। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহন করেন। তার পিত এ.টি.এম রুহুল আমিন , মাতা বেগম হাসিনা খোন্দকার। নেসার আমিন ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ২০০৮ সালে তিনি এই বিভাগ থেকে স্নাতক সম্মান এবং ২০০৯ সালে মাস্টার্স পাশ করেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন দৈনিকে কাজ করার পর ২০১১ সালে নেসার আমিন চ্যানেল টুয়েন্টি ফোরে 'নিউজ রুম এডিটর' হিসেবে যোগদান করেন। কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা 'দি হাঙ্গার প্রজেক্ট' - এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন - সুশাসনের জন্য নাগরিক' - এর সহযোগী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেসার আমিন - এর এ -পর্যন্ত প্রকাশিত গ্রন্থসূমহ : 'বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ', 'বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল (১৯২০-২০১৬), ' বাংলাদেশের সিটি কর্পোরেশন', 'একান্ত আলাপচারিতায় ড. বদিউল আলম মুজমদার', 'আইজ্যাক নিউটন (জীবন, বিজ্ঞান সাধনা ও আবিষ্কার)'। এছাড়া 'সুজন - সুশাসনের জন্য নাগরিক' থেকে তার রচনায় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনের প্রতিবেদন এবং তার নির্বাহী সম্পাদনায় 'কন্যাশিশু' ও 'নারীর কথার বেশ কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়।