'ধনীরা কী করে ধন - সম্পদ অর্জন করে তা জানার জন্য আমি (গ্রন্থকার) পঁচিশ বছর ধরে গবেষণা করেছি। এই সময় আমি পঁচিশ হাজার মানুষের জীবন বিশ্লেষণ করেছি। এই গবেষণা ছাড়া সম্ভবত এই বই লেখা যেত না। ' 'এই বইয়ে ধন - সম্পদ উপার্জনের সেই গোপন সূত্রাবলি বর্ণনা করা হয়েছে, যেগুলো ব্যবহার করে পাঁচশতের অধিক মানুষ সম্পদশালী হয়েছেন , যাদেরকে আমি (গ্রন্থকার ) দীর্ঘ সময় ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি।' 'এই বইয়ের গোপন রহস্যটি ব্যবহার করে লাখো নারী - পুরুষ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। এই রহস্য ব্যবহার করে অনেকে (বিরাট) সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন।' 'এই বইয়ে উল্লেখিত পদ্ধতি যারা একবার আয়ত্ব করেন এবং প্রয়োগ করেন , তারা খুব অল্প চেষ্টাতেই ক্রমাগতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকেন। তারা কখনো পুনরায় ব্যর্থতায় পড়েন না।'
প্রচুর বানান সমস্যা। এমনিতেই এই জাতীয় বই-এ মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় তার উপর এতো এতো বানান সমস্যা খুব বিরক্ত লাগে। বই অক্ষরে অক্ষরে অনুবাদের তো দরকার নেই। একটু পর পর ()। আর একটু একটু পর পর "এই বইয়ের লেখক, এই বইয়ের লেখক"। অনুবাদ করার সময় নিজেকে এই বইয়ের লেখকের জায়গায় বসিয়ে কাজ করার দরকার ছিল। অনুবাদকের অনুবাদ ছাড়া অন্য কোনো ভুমিকার দরকার ছিল না।
Read all reviews on the Boitoi app
খুব ভালো
এক কথায় বলতে গেলে অসাধারণ।
জীবন কে নিয়ে নতুন করে ভাবতে শিখায়,,,❤️
বইটা খুবই উপকারী একটি বই,, মানুষের চিন্তাধারা কে বদলিয়ে ফেলে ।
Boi ti pore valoi legese🍁
Fine book