‘কুহু’, ‘মাছি', ‘জোৎনাআরা’, ‘হাসনাহেনা’ ও ‘অন্য নামে তুমি’ – এই পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘কুহু’ গ্রন্থটি। একসাথে সংকট, সংকট উত্তরণ, ঘাত-প্রতিঘাত, কাম ও প্রেমের স্বাদ পাওয়া যাবে এই বইটিতে। গ্রামীণ সমাজের কূটকৌশল, সামাজিক বৈষম্য, নিপিড়ন, চাপিয়ে দেওয়া মিথ্যাচারের বাস্তব চিত্রের মিশেলে প্রতিটি গল্প। এছাড়া করোনাকালীণ পারিবারিক বিপর্যয়, সুযোগের অপব্যবহারকারী মানুষের ঘৃন্য মানসিকতা ও স্বাধীনতাযুদ্ধ পরবর্তী সামরিক বাহিনীর এক পরিবারে ঘটে যাওয়া সত্য ঘটনা সাহিত্য রূপে বর্ণিত হয়েছে।
বইটি ছোট ছোট পাঁচটি গল্প নিয়ে সাজিয়েছেন লেখক। প্রতিটি গল্প জীবন ঘনিষ্ঠ। আমাদের আশেপাশের মানুষের মানসিকতা, সংসার জীবন, 'কু' অথবা 'সু'সংস্কার, ইত্যাদির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পগুলোতে। বিশেষভাবে গ্রামীণ পরিবেশ ও সমাজের বাস্তব চিত্র ভেসে আসে। পড়তে পড়তে মনে হয় এতো আমারই কথা, আমাদেরই কথা! আমার মনে হয় লেখক এখানে স্বার্থক হয়েছেন। শুভ কামনা রইলো। উল্লেখ্য, 'মধুবনী' নামে লেখকের একটি উপন্যাস এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। সেটিতেও লেখক গ্রামের মানুষদের চরিত্র গুলিকে অসম্ভব সুন্দর করে তুলে ধরেছেন।বইটি পড়তে গেলে আপনারা 'পথের পাঁচালী' অথবা 'পুতুল নাচের ইতিকথার' স্বাদ পাবেন আশাকরি।
Read all reviews on the Boitoi app