Authors
Explore our collection of books across different authors
নাহার শামছ
6
Books
29
Followers
নাহার শামছ বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। বিয়ের পর পড়াশোনা শেষ করে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নৌ পরিবার কল্যাণ সংঘ পরিচালিত চট্টগ্রাম শাখার একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘ বাইশ বছর অতিবাহিত করে অবসর নেন। ছাত্রজীবনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। "শব্দমঞ্জরী" নামে তাঁর একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে। চলন্তিকা পাণ্ডুলিপি প্রতিযোগিতায় তাঁর উপন্যাস "মধুবনী" সেরা উপন্যাস হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি ২৫ অক্টোবর ২০২০ সালে কলিকাতার 'লেখা-জোকা সাহিত্য গোষ্ঠী থেকে 'সেরা সাহিত্যিকের সম্মাননা পেয়েছেন। সম্প্রতি বিশ্ব সমাদৃত বইটই ই- বুকে তাঁর সমকালীন জনরার দু'টো গল্পগ্রন্থ 'এক সুবাসিত তেলের শিশি ' ও ' কুহু ' প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।