এ গল্পের প্রেক্ষাপট আমাদের তিন চার পুরুষ পূর্বের বংশ পরম্পরায় এক সংকটকাল অতিক্রম করে ঠাঁই নিয়েছিলেন সাড়ে তিন হাজার বছরের পুরনো এক দ্বীপে। এ এক স্বাধীন রাজ্য ছিল। বৃটিশ রাজত্বের আগে এ অঞ্চলে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ লবণের আড়তদারি, জাহাজ শিল্প সবই ছিল। ছিল পারস্পরিক সহমর্মিতা। আগ্রাসন দেশভাগ নদী ভাঙনের শিকার হয়ে সবাই ছড়িয়ে ছিটকে পড়েছে দেশ বিদেশে।তাদের নিয়েই আমার এ উপন্যাস।
সবার বইটি একবার হলেও পড়া উচিত।ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
বাস্তব জীবনে ঘটে যাওয়া প্রায় সবগুলি চিত্র তুলে ধরা হয়েছে সুচারুভাবে। ২০০ বছর আগে না হোক এইতো বছর পঞ্চাশের আগেও গ্রাম-গঞ্জে এমন মধুর সম্পর্কের মধ্যে আমরাই বড় হয়েছি। অসাধারণ বর্ণনা শৈলী! নস্টালজিক শৈশব ফিরে পাওয়া যায়।