ছোট্ট একটি শব্দ ‘বাঙালি’। ভাবের গভীরতা অনেক বড়। বাংলা আমার ভাষা। আমরা বাঙালি। বাংলাভাষা ধারণ করি লালন করি। এই বাংলা ভাষাকে ধারণ করে যারা আমাদেরকে বাঙালিআনা শিখিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তারা বাঙালির বাতিঘর। তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান। বাংলাভাষা বাঙালির মূল মন্ত্র। এই বাঙালিআনায় হাজারও বাঙালির অবদান অনস্বীকার্য। জ্ঞানী-গুণীজন মা-মাটির মানুষ। আমরা বাংলাদেশ নামের এক খণ্ড জমিনের ওপর দাঁড়িয়ে বাংলাভাষাকে ছড়িয়ে দিয়েছি বিশ্বে। বাংলাভাষা ধারণে, লালনে আমারা হয়েছি বাঙালি। হাজারও বাঙালি থেকে ২৫জন বরেণ্য বাঙালিকে বেছে নেয়া শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব একটি কাজ। এ ক্ষেত্রে আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি।