Authors
Explore our collection of books across different authors
মালেক মাহমুদ
5
Books
9
Followers
শিশুসাহিত্যে অনন্য নাম মালেক মাহমুদ। তার লেখায় ফুটে ওঠে দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা, তিনি অতি সহজে শিশু-কিশোরদের মন ভোলাতে পারেন। নাচাতে পারেন, হাসাতে পারেন। শিশুদের নিয়ে যেতে পারেন স্বপ্ন ও কল্পনার জগতে। তার লেখায় ফুটে ওঠে দেশমাতৃকার কথা। মাটি ও মানুষের কথা। তিনি লিখে চলছেন আপন মনে শিশুদের জন্য। জাতীয় পত্র-পত্রিকায় ছোটদের পাতায় নিয়মিত প্রকাশ হচ্ছে তাঁর গল্প ও ছড়া-কবিতা। তিনি বোঝেন শিশু-কিশোরদের মনের ভাষা। তাই তাদের উপযোগী করে রচনা করেন গল্প। নতুন রঙে ফোটে উঠে ছড়া-কবিতা। এ সময়ের হাতে গোনা যে ক’জন ভালো লিখছেন মালেক মাহমুদ তাদের মধ্যে অন্যতম। তিনি শিশু কিশোরদের জন্য ছড়া-কবিতার বই লিখেছেন ৩৩টি। গল্পের বই ১৮টি। সম্পাদনা করেছেন ৩টি বই। জীবনী গ্রন্থ ২টি। ‘বরেণ্য পঁচিশ বাঙালি’ মালেক মাহমুদের কিশোর উপযোগী জীবনীগ্রন্থ। সমাজ বাস্তবতায় বরেণ্য বাঙালীদের জীবনী নিয়ে তার এ গ্রন্থ শিশু-কিশোরের মনোজগতে নতুন দিগন্তের উন্মোচন করবে। মালেক মাহমুদের জন্ম-৫ এপ্রিল ১৯৬৯ কন্যা- নাজমুন্নাহার রত্না। স্ত্রী-নিলুফা ইয়াসমিন। তিনি বাংলা একাডেমির সদস্য। লেখালেখির জন্য পেয়েছেন বিভিন্ন পুরস্কার।