জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি নাম। একটি স্বাধীন ভূখণ্ড। আমরা যে স্বাধীন ভূখণ্ডে বাস করি, এই স্বাধীন ভূখণ্ডের নাম বাংলাদেশ। যাঁর জন্য এই দেশ পেলাম তিনি বাঙালি জাতির পিতা। ২০২০ সালে এই মহান নেতার জন্মশতবার্ষিকী। তাঁর এই জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। 'শিকড় থেকে শিখরে বঙ্গবন্ধু' সহজ করে গদ্যভাষায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর জীবনী। বঙ্গবন্ধুর জীবন এত বর্ণাঢ্য তা এই অল্প লেখায় ফুটিয়ে তোলা কঠিন। তবুও সহজ সরল ভাষায় অল্প কথার ভেতর দিয়েই গদ্যে তুলে ধরার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর নানা দিক তুলে আনার চেষ্টা করেছি। বইটি শিশুকিশোর উপযোগী করে লিখতে গিয়ে যে বইগুলো আমাকে আলোকিত করেছে- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, শেখ মুজিব আমার পিতা, বঙ্গবন্ধু শিশুকিশোর গল্প, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা, টুঙ্গিপাড়ার সেই অদম্য কিশোর। শিশু-কিশোর উপযোগী করে লেখা 'শিকড় থেকে শিখরে বঙ্গবন্ধু বইটি পাঠে পাঠকের মনে আলাদা আনন্দ দেবে বলে মনে করি। প্রতিটি লেখা সহজ সরল ভাষায় আপন রঙে সমুজ্জ্বল। জাতির পিতাকে জানার অনুপম আনন্দ সৃষ্টি করতে পারে। গদ্যের প্রাঞ্জল ভাষায় দোলা দিতে পারবে কিশোর মন।