‘চেতনার বাণ’ কাব্যে দেশাত্ববোধ, যৌবনচেতনা, কিশোরকালের দ্রোহ ও প্রেম বিশ্ববোধের ঝঙ্কারে, সমকালীন চিত্রকল্পে হয়ে উঠেছে ছন্দময় ও রক্তাক্ত। কবি যেন মানব-জীবনের প্রতিটি স্তর ও মুক্তবুদ্ধির আদর্শকে যুদ্ধময় উপমা, উৎপ্রেক্ষা-অলংকারের স্বপ্নময় আঁচড়ে অঙ্কন করেছেন প্রতিটি কবিতায়। কবিভাষায় রেখেছেন নতুনত্বের ফুলঝুরি- সৃষ্টি করেছেন তাঁর নিজস্ব কাব্য-বলয়। পৃথিবীর মানচিত্রে রক্ত-বিধৌত বাংলার ইতিহাস কথা কয়- এমনি শব্দবদ্ধে, ভাব-ঐশ্বর্যে গড়ে তুলেছেন প্রতিটি চরণ। মানব-জীবনের কালগত শ্রেণিবিন্যাসে: স্মরণ-পথে পরিভ্রমণ করাতে তিনি নিজেই হয়ে উঠেছেন সময়ের সহযাত্রী।