Authors
Explore our collection of books across different authors
কালাচাঁদ মৃত্যু
1
Books
6
Followers
কবিপ্রজন্মের পথিকৃত ছন্দসম্রাট কালাচাঁদ মৃত্যু ২ পৌষ, ১৩৯৮ বঙ্গাব্দে (১৬ ডিসেম্বর, ১৯৮২ খ্রি.) গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পশ্চিমপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আনোয়ার হোসেন চৌধুরী এবং মাতা চৌধুরী সুমি বিবি। বর্তমানে তিনি পিত্তলপাড়া গ্রামে পরিজনসহ সহধর্মা শিল্পী ফকির ও তাঁদের কন্যা শ্রান্তিকাকে নিয়ে বসবাস করছেন। তিনি প্রাতিষ্ঠানিক নামে ঢাকা কলেজ থেকে ২০০৭ খ্রিস্টাব্দে বাংলাভাষা ও সাহিত্যে বিএ অনার্স, ২০০৮ খ্রিস্টাব্দে এমএ এবং এমএ আইসিটি ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে কাজী মন্টু কলেজ-এর অনার্স শাখার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্তব্যরত আছেন। তিনি দীর্ঘকাল ধরে বিশ্বের প্রচলিত-অপ্রচলিত কাব্যরীতি ও ছন্দের চর্চার সাথে সাথে গবেষণাও করছেন এবং বাংলা কাব্যসাহিত্যে সংযোজন করেছেন বহু বিস্ময়কর গঠনরীতি। সেই সাথে প্রচলিত তিন ছন্দের বিজ্ঞানসম্মত নামকরণ করেন। তাঁর ছন্দ-গবেষণা কোলকাতায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। তাঁর ছন্দতত্ত্বের উপর কোলকাতার কবি ও গবেষক রঞ্জনকুমার সরখেল-কর্তৃক রচিত প্রবন্ধ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়সহ ভারত-বাংলাদেশের বেশকিছু পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। একুশ শতকের বাংলা কাব্যজগতের এক অনুসরণযোগ্য কবি-প্রতিভা কালাচাঁদ মৃত্যু। ছন্দচর্চায় যিনি অগ্রদূত-রূপে ছাড়িয়ে গেছেন মানচিত্রের সীমানা। অনলাইন-সাহিত্যচর্চায় বর্তমানে যাঁর নাম ও ছন্দরীতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, তিনিই একমাত্র কালাচাঁদ মৃত্যু। যুক্তিপূর্ণভাবে তিনি প্রচলিত ছন্দের নামকরণকে, গঠন-বৈশিষ্ট্যবিচারে ভুল প্রমাণ করেছেন। তিনি অক্ষরবৃত্তকে ‘দৃশ্যাক্ষরবৃত্ত’, মাত্রাবৃত্তকে ‘বর্ণবৃত্ত’ ও স্বরবৃত্তকে ‘শ্রুত্যাক্ষরবৃত্ত’ নাম দেন। যা অনুসরণ করে বর্তমান উদীয়মান কবিগণ কাব্যসৃষ্টি করে চলছেন। পঞ্চবৃত্তীয় বর্ণক্রম-প্রাস্বরিক ম্রৈত্যুয়িকী ছন্দের জনক হিসেবে তিনি ২০১৯ খ্রিস্টাব্দে ‘নজরুল স্মৃতি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তাঁকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সংগঠিত হয়েছে অনলাইন ভিত্তিক ‘ম্রৈত্যুয়িকী পরিষদ’ ও ‘সত্যারতি-ম্রৈত্যুয়িকী বিশ্ববিদ্যালয়’। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কালাচাঁদ সঙ্গীত রচনা করেন। তিনি একাধারে ছন্দ গবেষক, ধ্বনিবিজ্ঞান গবেষক, বিজ্ঞান ও গণিত গবেষক, দার্শনিক, নাট্যকার, চিত্রকর, সুরকার ও শিল্পী। তাঁর সম্পাদিত ইংরেজি গ্রন্থ: RULLS OF RFILL-IN-THE BLANKS; BASIC ENGLISH GRAMMAR ---প্রকাশক