পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ থাকে। এরা আত্মসম্মানের জন্য নিজের অধিকারটুকুও ছেড়ে দেয়,কিংবা মনের গভীরতম অনুভূতিকেও আড়ালে লুকিয়ে রাখে। যার হাত ধরে সবটুকু পথ চলা,বিশ্বাসভঙ্গে সেই মানুষ টা কেও দূরে সরিয়ে দেয়। এদেরকে ঈশ্বর খুব যত্ন করে সৃষ্টি করেন। জানেন,সারা জীবন এরা অসীম কষ্টের আধার নিয়ে বাঁচবে..তবু হার মানবেনা..। হয়তো হাজারে কিংবা লক্ষে একজন এমন হয়!! এরা বোকা,মানুষের দৃষ্টি তে..!! কিন্তু কেন যেন ঈশ্বর এদের অসীম ভালোবাসেন!!! আর ঈশ্বরের ভালোবাসা অপার্থিব।
ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
এক কথায় অপার্থিব এক অসামান্য, ব্যতিক্রমধর্মী, অনপ্রেরণা দেবার মতো বই। রুমকি আর ফয়সাল খুবই দুর্লভ চরিত্র, তারপরও ওরা আছে আর সেজন্যই পৃথিবীটা সুন্দর! বইয়ের প্রতিটা লাইনই মনে রাখার মতো, “কাপুরুষের কোন স্ত্রী লিঙ্গ হয়না”—-অসাধারণ!
ঈশ্বর অদ্ভুত এক শ্রেণীর মানুষকে খুব যত্ন করে সৃষ্টি করেন। জানেন,সারা জীবন এরা অসীম কষ্টের আঁধার নিয়ে বাঁচবে...তবু্ হার মানবে না। এরা আত্মসম্মানের জন্য নিজের অধিকারটুকুও ছেড়ে দেয়,কিংবা মনের গভীরতম অনুভূতিকেও লুকিয়ে রাখে। হয়তো হাজারে কিংবা লক্ষে একজন এমন হয়!! এরা বোকা, মানুষের দৃষ্টিতে...!! কিন্তু কেন যেন ঈশ্বর এদের অসীম ভালেবাসেন!! আর ঈশ্বরের ভালোবাসা.... অপার্থিব!!
অসাধারণ...
Khub e sundor
অন্যরকম প্লটের দারুণ একটা গল্প❤️
অসাধারণ একটা বই। বইটি পরে মনটা ভালো হয়ে গেল।