"আমায় ঘিরে তুমি" একটি মিষ্টি প্রেমের গল্প। কিছু কিছু গল্প হৃদয়ে কোনো কাঠিন্যের বীজ বপন করে না বরং স্নিগ্ধ প্রেমের একটি কোমল অনুভুতি হৃদয়কে আলতো করে ছুঁয়ে দেয়। এই উপন্যাসে অর্ক-তৃণার মত অল্পবয়স্ক দুইজন তরুণ তরুনীর প্রথম বিরহ কিংবা প্রথম প্রেমের মিষ্টি সুবাস লুকিয়ে রয়েছে। আবার জীবনের ঘাত প্রতিঘাতে পোড় খাওয়া শায়লা-রিফাতের মত মধ্য বয়স্ক দুজন নর নারীর পরিণত ভালোবাসার গল্পও রয়েছে। কাহিনীর প্রয়োজনে দুই জোড়া প্রেমের গল্পই এক সাথে এগিয়েছে। তাদের কষ্ট এবং সুখগুলোও একসাথে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। "আমায় ঘিরে তুমি" অর্ক-তৃণা কিংবা শায়লা-রিফাতের প্রেমে পড়ার গল্প, তাদের একসাথে স্বপ্ন ছোঁয়ার গল্প।
অর্ক, তৃণা, কিয়ারা, শায়লা, রিফাত সবার সাথে দারুণ সময় কাটলো! অর্ক আর শায়লার মা বাবার মতো অনেক মা বাবাই আছেন যারা সন্তানের ইচ্ছের মূল্য না দিয়ে নিজেদের ইচ্ছের প্রাধান্য দিয়ে ওদের জীবন বিষিয়ে তুলেন। দুর্লভ হলেও সমাজে অর্ক,শায়লার মা-বাবার মতো স্বার্থপর মানুষ যেমন আছে তেমনই তৃণার মা-বাবার মতো সহজ সরল মিষ্টি ভালোবাসার মানুষও আছেন! শায়লার মতো একটা বড় বোন থাকলে অর্কদের ভয় পেতে হয়না, ভাই-বোনের দারুণ বন্ডিং, সম্পর্কটা এমনই হওয়া উচিত। রিফাতের কথা কি বলবো, দারুণ চরিত্র❣️
Read all reviews on the Boitoi app
Chomotkar shabolil lekhoni....erokom lekha shobai k porar onurodh korsi...aro lekha chai emon💖
গল্পের শুরুটা ছিলো অতি সাধারণ আর দশটা মধ্যবিত্ত পরিবারের সকাল যেমনটা শরু হয়। পড়তে পড়তে অনেকটা মনে হয়েছে আরে এ তো আমার বাড়ির কাহিনি রোজ এমন কিছু না কিছু ঘটছেই। তারপর আসে বুয়েটের লাইফ,বন্ধুদের আড্ডা, বাজি ধরা সবকিছুই কেমন নস্টালজিক করে তুলেছিলো। একে একে কাহিনি বাড়তে লাগলো সেই সাথে গল্পে চলে আসে টানটান উত্তেজনা। সবকিছু মিলিয়ে সুন্দর একটা রোমান্টিক আমেজ চলে আসে। ভালো ছিলো। কিন্তু শেষটা আমার কাছে একটু অসম্পূর্ণ মনে হয়েছে। সত্যি বলতে গল্পটার মধ্যে এতই ঢুবে গিয়েছিলাম যে শেষে অর্ক আর তৃণাকে আরও জানতে ইচ্ছে হয়েছে। শায়লা আর রিফাতের সমাপ্তিটা একদম ঠিক আছে। তবে অর্ক আর তৃণার আরেকটা পার্ট হলে তৃপ্তি পেতাম। লেখক চাইলে হতেও পারে ওদের নিয়ে নতুন কিছু। ★লেখক তামান্না স্মৃতির লেখা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপুর বই,ইবুক যাই হোক না কেন সব কিছুতেই নতুন কিছুর আমেজ পাই ভিন্ন একটা স্বাদ থাকে। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা।
“আমায় ঘিরে তুমি” তামান্না স্মৃতির চমৎকার একটি প্রেমের উপন্যাসিকা। রিফাত ফিরে পায় তার ভালোবাসার শায়লাকে। আর অর্ক-তৃনার ভালোবাসা জয়ী হয় ইগো আর স্বার্থপরতার হাত থেকে। লেখাটা অনেক ভালো লেগেছে। খুব ঝরঝরে, একটানে পড়ার মতো লেখা।
খুব সুন্দর, মন ভালো করে দেয়ার মত একটা গল্প ❤️
ভীষণ ভীষণ সুন্দর একটা বই❤️
অসাধারন বই
খুবই অসাধারন বই
অনেক দিন পর এত সুন্দর একটি বই পড়লাম।
অসাধারণ রোম্যান্টিক একটি বই ❤️