অনেক অনেক বছর আগে। পৃথিবীময় যখন ড্রাগন আর ড্রাগন, এই গল্পটা সেই সময়ের। চারপাশে যখন ড্রাগনের এমন প্রাচুর্য তখনও "আইস ড্রাগন" ছিল অতি দূর্লভ। দুই একটা কালে ভদ্রে দেখা যেত বটে, কিন্তু মানুষ তাদের এড়িয়ে চলত। এড়িয়ে চলত কারণ ভয় পেত। এমন সময় অ্যাডারার সাথে বন্ধুত্ব হল এক আইস ড্রাগনের। ছোট্ট অ্যাডারা, বয়স মাত্র সাত। এমন সময় রাজায় রাজায় শুরু হল ভীষণ যুদ্ধ। বাঁচতে হলে এলাকা ছেড়ে পালাতে হবে অ্যাডারাদের সবাইকে। কিন্তু পালালে তো আইস ড্রাগনের সাথে আর দেখা হবে না। জর্জ আর. আর মার্টিনের এই গল্প ছোট্ট মেয়ে অ্যাডারার বালখিল্যতার মোড়কে মোড়ানো এক নিগূঢ় বন্ধুত্বের গল্প, বন্ধু-বিয়োগের সূক্ষ্ণ অথচ গভীর এক বেদনার গল্প। হৃদয়ের গভীরের মরচে পড়া কিছু অনুভূতিকে নাড়িয়ে দেয়ার গল্প।
Baccha der jonne perfect
Read all reviews on the Boitoi app
বইটা লাইট বেশ। বইয়ের মাঝে একটা বাচ্চার কল্পনার বন্ধুত্ব অথবা সেই প্রাচীন সময়ে হয়ত দুর্লভ আইস ড্রাগন আসলেই মা হারা ছোট্ট মেয়েটির বন্ধু হয়ে গিয়েছিল। সাত বছরের বাচ্চা মেয়েটা রাজ্যের যুদ্ধে একটা ভয়াবহ দৃশ্য দেখে। আর তা মোকাবেলায় তার ও তার বন্ধু আইস ড্রাগন যা করে অবিস্মরণীয়। বইটার মধ্যে বন্ধু হারানোর যে করুণ সুরটা আছে সেটাও আপনার মনে লাগবে। সব মিলিয়ে অ্যাডলার বাচ্চাকালের একটা সুন্দর ও বেদনাময় সময় পড়তে ভালোই লাগবে। আমি ভালো রিভিউ লিখতে পারি না। বইটার অনুবাদ পড়ে আপনি আসলেই শান্তি পাবেন। 🌼
#Boitoi #BoitoiApp সাত বছরের ছোটো মেয়ে অ্যাডরা জন্মের সময় মা মরে যায় ।শীতের সাথে আর এক আইস ড্রাগনের সাথে জন্মের পরে থেকেই গভীরভাবে সম্পর্ক ছিল অ্যাডরার। মন ছুয়ে দেওয়ার মতো একটা গল্প। মাঝেমধ্যে বিরহের স্পর্শ থাকলেও খুব আনন্দেই পড়তে ছিলাম । গল্পটা তখনকার যখন যুদ্ধের সময় ড্রাগন ব্যবহার করা হতো । যাদের ড্রাগন আর ড্রাগন রাইডার বেশি থাকতো তাদের জন্য যুদ্ধে জেতাটা অনেক সহজ হয়ে যেতো । চারপাশে অনেক ড্রাগনের আনাগোনা থাকলেও আইস ড্রাগন খুব একটা দেখা যেতো না। যে আনন্দ নিয়ে বইটা পড়তে ছিলাম সেই আনন্দটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। অপ্রত্যাশিত ভাবেই বইটা শেষ হয়ে গেল। রেটিং ৪/৫ ✪✪✪✪☆ পুরো বইটা চমৎকার। কিন্তু বইয়ের ফিনিসিংটা এমনভাবে আশা করিনি তারজন্য রেটিং এ ১ কম দিলাম । বইঃ দি আইস ড্রাগন লেখকঃ জর্জ আর. আর. মার্টিন অনুবাদঃ বইটই অ্যাপ থেকে বইটি পড়ার লিংকঃ https://link.boitoi.com.bd/dMY5
ছোট্ট বই। হালকা কাহিনি তবে গভীরতা আছে। অনুবাদ ভালো। পড়তে ভালো লেগেছে।