Authors
Explore our collection of books across different authors
জর্জ আর. আর. মার্টিন
7
Books
9
Followers
জর্জ আর. আর. মার্টিনের জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৪৮ সালে নিউজার্সিতে। বাবা রেমন্ড কলিন্স মার্টিন, মা মার্গারেট ব্র্যান্ডি মার্টিন। খুব ছোট বেলা থেকেই লিখতে শুরু করেন। বিভিন্ন দৈত্য-দানবের কাহিনি লিখে কয়েক পেনিতে বিক্রি করতেন চেনা শোনা বাচ্চাদের কাছে। কিশোর বয়সে কমিকসের ফ্যান হয়ে ওঠেন আর বিভিন্ন ফ্যান ম্যাগাজিনের জন্য লিখতে শুরু করেন। কিন্তু প্রফেশনাল লেখক হিসেবে হাতেখড়ি হয় ১৯৭০ সালে মাত্র ২১ বছর বয়সে। বাকিটা ইতিহাস। "দি সং অব আইস অ্যান্ড ফায়ার" লিখে বিশ্বজয় করেছেন অর্জন করেছেন। এছাড়া তার সৃষ্টি করা 'ডাংক অ্যান্ড এগ', 'ওয়াইল্ড কার্ড' সিরিজগুলো সহ ও অন্যান্য অসংখ্য রচনা দিয়ে মুগ্ধ করে রেখেছেন তার পাঠকদের। মার্টিন ইলিনয়েসের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। লেখালেখির পাশাপাশি হলিউডেও তার দৃপ্ত পদচারণা।