জর্জ আর. আর. মার্টিনের সাড়া জাগানো সিরিজ ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার।’ এই সিরিজের প্রথম বই ‘আ গেম অব থ্রোনস।’ এই শিরোনামে তৈরি হওয়া টিভি সিরিজটি শুধু টিভি সিরিজের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিরিজই নয়, টিভি সিরিজেরে ইতিহাস আর ধারনা দুটোকেই বদলে দিয়েছে গোটা বিশ্বে। আ গেম অব থ্রোনস দিয়ে লেখক মার্টিন ফ্যান্টাসীর ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন। তাকে এযুগের টোলকিন বলা হয়। “আ গেম অব থ্রোনস” এক কাল্পনিক দুনিয়ার কাহিনী। যেখানে মধ্যযুগীয় রাজতন্ত্রের ছাঁচে ফেলে মানুষের গল্প বলা হয়েছে। এজন্যই এই বইয়ের চরিত্রগুলোর মাঝে আমরা নিজেদের খুঁজে পাই, ঘটনাগুলোও খুব পরিচিত মনে হয়। মানুষের মনের গভীরে যে টানাপোড়েন আর জটিলতাগুলো খেলা করে মার্টিনের লেখায় সেগুলোর প্রকাশ ঘটে সাবলীলভাবে। “সং অব আইস অ্যান্ড ফায়ার”সিরিজের প্রথম বই “আ গেম অব থ্রোনস” নিয়ে এই গ্রাফিক নোভেল। অসাধারন আঁকা, সংলাপ আর বর্ণনায় এই গ্রাফিক নোভেল গল্পগুলোকে যেন জীবন্ত করে তুলেছে, যেন চাইলেই ছুঁয়ে দেখা যায়, গল্পের সাথে মিশে যাওয়া যায়। ২৪টি ইস্যুর দ্বিতীয় ইস্যু পড়ুন এখানে।