বাংলাদেশের লোকসাহিত্য অনেক সমৃদ্ধ। একসময় রেবারেন্ড লালবিহারী দে এসব লোকসাহিত্যকে বিশ্বের দরবারে হাজির করেছেন ইংরেজি অনুবাদের মাধ্যমে। পরবর্তী সময়ে আমাদের লোকসাহিত্যের অনেক সম্পদ উদ্ধার করার পাশাপাশি সাহিত্যের মর্যাদায় উড্ডীয়মান করেছেন পল্লিকবি জসিমউদ্দিন। এখন ও আমাদের দেশে সমানভাবে সমাদৃত 'বাঙালির হাসির গল্প'। তারই ধারাবাহিকতায় খ্যাতিমান লোকবিজ্ঞানী শামসুজ্জামান খান ইতিমধ্যে সংগ্রহ, সম্পাদনা এবং সরল ভাষায় রচনা করেছেন বাংলাদেশের অনেক রঙ্গরসিকতার গল্প। এরমধ্য থেকে বেশি কিছু গল্প নিয়ে প্রকাশিত হলো এই বই - বাংলাদেশের লোককাহিনী। এই গল্পগুলো হাসিব, এই গল্পগুলো মজার; তদুপরি এই গল্পগুলো জীবনের কথা বলে। এই বই হোক ছোটদের বড়োদের সকলের।