বিশ্ববিদালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা ও বিভিন্ন তরুণ সংগঠনের হয়ে কাজ করার সুবাদে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে খুব কাছ থেকে দেখা ও জানার সৌভাগ্য হয়েছে লেখকের। পেশাগত প্রয়োজনে শ্রেণীকক্ষ থেকে শুরু করে সভা , সেমিনার , প্রতিযোগিতার বিভিন্ন মঞ্চে স্বপ্নগুলো সফল হয়েছে এমন শিক্ষার্থীদের পাশাপাশি স্বপ্নগুলো সফল হয়েছে এমন শিক্ষার্থীদের পাশাপাশি স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে গিয়েছে কখনো বাস্তবে রূপ নেয়নি এমন শিক্ষার্থীদের সাথেও আলাপচারিতার সুযোগ হয়েছে। সেই আলাপচারিতা থেকে লেখক অনুধাবন করেছেন শিক্ষার্থীদের সবচেয়ে বড় বাধা তাদের পরীক্ষার ফল নয় , শিক্ষা প্রতিষ্ঠান নয় , বরং সবচেয়ে বড় বাধা তাদের প্রত্যেকের নিজের ভেতর লুকানো অমিত সম্ভাবনা সম্পর্কে তাদের নিজেদের ধারণা না থাকা। লেখো বিশ্বাস করেন প্রতিটির শিক্ষার্থীর ভেতরেই বোনা আছে অসীম সম্ভাবনার বীজ। সামান্য একটু সহযোগিতা, একটু সঠিক নির্দেশনা পেলেই সেই বীজগুলো এক একটি মহীরুহে রূপান্তরিত হতে পারে। লেখকের দৃষ্টিতে শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের শুরুতে একজন তরুণ শিক্ষাৰ্থী যে বাধাগুলোর সম্মুখীন হয় তার মধ্যে দক্ষতা , অভিজ্ঞতা , প্রতিযোগিতায় সক্ষমতা ও সমকালীন জ্ঞানের অভাব অন্যতম। এই বইটিতে একজন শিক্ষার্থী যে বাধাগুলোর সম্মুখীন হয় তার মধ্যে দক্ষতা , অভিজ্ঞতা , প্রতিযোগিতায় সক্ষমতা ও সমকালীন জ্ঞানের অভাব অন্যতম। এই বইটিতে একজন শিক্ষার্থী কিভাবে পড়ালেখার পাশাপাশি এই বাধাগুলো অতিক্রম করে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলোর জন্য ক্রমান্বয়ে নিজেকে তৈরি করতে পারে , তারই একটি ছকে বাধা পরিকল্পনা উপস্থাপনের চেষ্টা করেছেন লেখক। বইটিকে অনুপ্রেণামূলক বা দিক নির্দেশনামূলক বই - এর কাতারে ফেলতে রাজি নন , বরং বইটিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর বন্ধু, পথ প্রদর্শক ও সহযোগী হিসেবে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম বলা যেতে পারে।