Authors
Explore our collection of books across different authors
কাজী হাসান রবিন
1
Books
4
Followers
কাজী হাসান রবিন এর জন্ম ৪ সেপ্টেম্বর , ফেনী জেলায়। বাবার কর্মস্থলের সুবাদে পড়াশুনা ও বেড়ে ওঠা রাজধানী শহর ঢাকায়। এখান থেকেই বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধমিকের গণ্ডি পেরিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক শেষে যুক্তরাজ্য থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। দেশে ফিরে এসে তিনি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়া - এর হেড অফ স্ট্রাটেজি , রিসার্চ অ্যান্ড ইনোভেশন হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালে 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ' এর সাথে যুক্ত হন ; বর্তমানে তিনি এই বিশ্ববিদালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি গুগল ডেভেলপার গ্রুপ ( জিডিজি ) বাংলা এর উপদেষ্টা , সেন্টার ফর ওপেন নলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক - এর কোর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত জাতীয় হ্যাকাথন , গ্রামীণ ফোন আয়োজিত ডিজিটাল আইডিয়া কম্পিটিশন সহ আরও অসংখ্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে 'তথ্যপ্রযুক্তি' ও 'ক্যারিয়ার' বিষয়ে বক্তব্য প্রদানের জন্য অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম কর্তৃক 'বিডিসিগ - ২০১৮' ফেলোশিপ অর্জন করেন। এর বাইরে কাজী হাসান রবিন 'ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম' নামক একটি সামাজিক উদ্যোগের প্রতিষ্ঠাতা। ২০১৯ - এর জানুয়ারিতে 'বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট'- এ তিনি তার 'ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম' উদ্যোগের জন্য 'ডিজিটাল সোশ্যাল ফাউন্ডেশন ইনোভেটর' অ্যাওয়ার্ড অর্জন করেন।