হারুকি মুরাকামি জাপানি ভাষার জনপ্রিয় লেখক। জন্ম ১৯৪৯ সালের ১২ জানুয়ারি। তার লেখা অনন্য গল্পের অসাধারণ অনুবাদ করেছেন এই দেশের জনপ্রিয় অনুবাদক, সিদ্দিক মাহমুদুর রহমান। তার অনবদ্য অনুবাদের গল্প দিয়ে সাজানো 'বিড়ালের শহর ও অন্যান্য গল্প' বইটি পাঠকের হৃদয় স্পর্শ করবে।