পৃথিবীর সব ভালোবাসার গল্প দীর্ঘ কলেবরের উপন্যাস হয় না। কিছু কিছু গল্প রয়ে যায় অসমাপ্ত ছোট গল্পের মতন। সময় যেন সব অনুভূতির গভীরতা নির্ণয় করতে পারে না। এমন ছয়টি গল্প নিয়ে এই গল্পগ্রন্থ।
এই ইবুকটিও চমৎকার লাগল পড়তে। এই নিয়ে লেখিকা ম্যাডামের দুটো ইবুক পড়ে ফেললাম। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম যে একটা পড়ে দু-তিনদিন গ্যাপ দেওয়ার পর সময় করে এই ইবুকটি পড়ব কিন্ত লেখিকার লেখার শৈলী এত সুন্দর যে আর পড়ার অদম্য ইচ্ছাকে একদম আটকে রাখতে পারলাম না। পড়েই ফেললাম এই ইবুকটি। এত সুন্দর ইবুক উপহার দেওয়ার জন্য লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
কাহিনি টা বেশ আকর্ষণীয় ছিল। অনেকক্ষেত্রে বাস্তবতার সাথে মিল পাচ্ছিলাম। সব মিলিয়ে যদি বলি গল্পটা বেশ সুন্দর 🧡
বইটির গল্পগুলো সুন্দর ছিল।
বেশ দারুণ লেগেছে এক কথায় জলদেবী ও অনন্যা গল্প ❤️
বইটি বেশ চমৎকার লেগেছে, প্রতিটা গল্পই সুন্দর, গুছানো, লেখার ধরণ খুব ভালো লেগেছে 💖💖
গল্প গুলো দারুণ ভাবে মন ছোঁয়েছে।
দারণ লেগেছে ❤️
মোট ৬টা গল্প কিন্তু এই যেনো অনুগল্প নয় সাবলীল মেসেজ, প্রতিটা গল্প অসাধারন লেগেছে । সব গল্প পড়ে ভীষণ ভালো লেগেছে কি সুন্দর লেখিকার চিন্তা ভাবনা । কত সাবলীল ভাবে ভালোবাসাটা সুন্দর প্রমাণ করেছেন। ভালোবাসতে জানলে সত্যি ভালোবাসা সুন্দর।
ফারহানা সিনথিয়ার লেখা জলদেবী ও অন্যান্য গল্প বইটি ৬ টি গল্প নিয়ে লেখা হয়েছে । সবগুলো গল্পই আলাদা ধরণের । লেখিকার লেখন শৈলি চমৎকার, লেখার ধরণ, শব্দ চয়ন, বাক্য গঠন এই বিষয়গুলো অসাধারণ। বইয়ের নামটা থেকেই বইটা পড়ার ইচ্ছা জাগে। প্রথম দিকে বইটি ভালো না লাগলেও পড়তে পড়তে নেশা ধরে গিয়েছে। তাই সকলে ইবুকটি পড়ে দেখতে পারেন ।অনেকগুলো টুইস্ট ও আছে এখানে বইতে যে ৬ টা গল্প আছে তা হলো জলদেবী, আরেক বৈশাখ, বাগানবিলাস, বুনো অর্কিড আর লিলিথের গল্প, মালা অথবা নক্ষত্রের গল্প এবং স্থলন। এখানে যেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো বাগানবিলাস ।
"জলদেবী ও অনন্যা গল্প" বইটি সত্যিই অসাধারণ, বই পড়তে আমার খুব বেশি ভালোই লাগে তারপর এই ইবুকটি হটাৎ চোখে পড়লো, তাই সেটা পড়ে নিলাম, এই বই পড়ে অনেক কিছু শেখার আছে, কীভাবে কষ্টের সময় প্রিয়জনের পাশে থাকতে হয়, কীভাবে অভাবের তাগিদে পরিবারের জন্য ভালোবাসা ছেড়ে অন্য আরেকজনের হাত ধরতে হয়, বইটা পড়ে অনেক ভালো লেগেছে।