Authors
Explore our collection of books across different authors
ফারহানা সিনথিয়া
9
Books
259
Followers
শৈশব কেটেছে ঢাকায় বাংলাদেশে। এরপর কানাডা। বাবা চার্টার্ড একাউন্টেন্ট ছিলেন আর মা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। বই পড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল। কৈশোরের শীর্ষেন্দু,সমরেশ আর সুনীলের বইয়ের সঙ্গে সখ্যতা এখনো আছে। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা স্বত্তেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন । ২০২০ বইমেলাতে পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়েছে। ২০২১ বইমেলাতে এসেছে থ্রিলার “আবর্ত”। জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে নিয়মিত কলাম আর ছোট গল্প লেখেন। ২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে রহস্য আর সমকালীন ছোটগল্প। লেখালেখি করে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের সঙ্গে আবার মনের সংযোগ স্থাপন।