সিঁড়ি দিয়ে নামতেই একটা কড়া ঘ্রান আমার নাকে ধাক্কা দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার্পিন তেলের সঙ্গে অন্য একটা কিছুর মিশ্রিত গন্ধ। সেই অন্য কিছুটা কী হতে পারে আমার নাক তা ঠাহর করতে পারছে না। আমি সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষনের জন্য চোখ বন্ধ করলাম। উদ্দেশ্য সরল। চোখ বুজলে দৃষ্টি শক্তি অনুপস্থিত হবে; আমার ঘ্রাণেন্দ্রিয় যদি আরেকটু সজাগ হয়। লাভ হলো না কোনো। আমি চোখ খুলে তাকালাম। একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় খেলে গেল। এই গন্ধ মৃত্যুর। আমার কেন যেন মনে হলো এই বাড়িতে কেউ মারা গেছেন। সেই মৃত্যু ঘটেছে কিছুদিন আগেই। এমন আজগুবি চিন্তা কেন মাথায় এলো এমন কথা ভাবতে ভাবতে আমি পরের সিঁড়িতে পা দেব। ঠিক তখন পেছন থেকে ক্যথলিন নামের ভদ্রমহিলা আমার কাঁধে হাত রাখেলন।
অসাধারণ একছোট গল্প। লেখকের সাথে ঘুরে আসলাম পুরো গল্প জুরে। গা ছমছমে ভয় ভয় আক্তা ভাব। গল্পের স্পয়লার দিয়ে গল্পের রহস্য ক্ষুণ্ণ করতে চাই না। মুগ্ধ আমি পড়ে। ধন্যবাদ
Read all reviews on the Boitoi app
আমি আসলে রিভিউ তেমন পটু নই তাই কখনো রিভিউ লেখা হয়নি। তবে এই ইবুক পড়ে মনে হল রিভিউ লিখি। ফারহানা সিনথিয়া আপুর "মরীচিকা" ইবুক নিয়ে। আমি বিদেশি কোন কাহিনির উপর লেখা গুলো খুবই পছন্দ করি । তাই "মরীচিকার" সন্ধান পাওয়ার পর আর দেরি করিনি পড়তে। ক্যাথলিন নামের ভদ্রমহিলাকে প্রথমেই খুবই রহস্যময় মনে হয়েছিল সেই জট খুললো গিয়ে গল্পের শেষে । বাড়িটার বর্ণনা ছিল খুবই নিখুঁত। লেখিকার লেখার ধরণ ভালো ছিল। সত্যি বলতে আমি রিভিউ গুছিয়ে লিখতে জানিনা, কি লিখলাম জানিও না । তবে বইটা পড়ে একটু লিখতে ইচ্ছে করলো ।
" মরীচিকা "ই-বুক এর গল্পটি বিদেশি প্লটে লেখা থ্রিলার টাইপ গল্প। থ্রিলার মানেই তো রহস্যময় কিছু ঘটনা কিছু দৃশ্যের সাথে পরিচয় হওয়া । এই ই-বুক টিতেও তারই স্বাদ পাওয়া যায়। 'মরীচিকা" আমার পড়া ফারহানা সিনথিয়ার প্রথম ই-বুক।
"মরীচিকা " ফারহানা সিনথিয়ার লেখা একটি থ্রিলার গল্প।প্রথমে তেমন কিছু না বুঝা গেলেও ধীরে ধীরে এর রহস্য সামনে আসবে।তাই অধৈর্য্য না হয় নিরবে গল্পটি পড়লে আপনি এর কাহিনী উপলব্ধি করতে পারবেন। মরীচিকা আমার পড়া ফারহানা সিনথিয়ার দ্বিতীয় ইবুক। প্রথমটি অপেক্ষা এটি আমার কাছে বেশি ভালো লেগেছে।
প্রথম দিকে একটু ভৌতিক লাগছে, তবে ধীরে ধীরে রহস্যের জটলা খুলতে লাগলো, সব মিলে দারণ ছিল বইটি। ' মরীচিকা' নামের সাথে গল্পের বেশ মিল। রহস্য গুলো সব প্রথমে অধরা থেকে যায়। শেষে এসে রহস্যের সমাধান মিলে। দুর্দান্ত 👌
অসাধারণ একটা কাহিনি। শেষ টুকুর জন্য অসম্ভব সুন্দর হয়েছে❣️🫶
মরীচিকা গল্পটা আমার খুব ভালো লেগেছে... অনেক সুন্দর করে সবগুলো লাইন গোছানো ছিলো । গল্পে যে টুইস্টটা ছিলো অন্যরকম লেগেছে সেটা। শেষের এন্ডিংটা এমন হবে তারজন্য প্রস্তুত ছিলাম নাহ। কিছুটা থ্রিলার ভাব, খানিক ভয় সবমিলিয়ে ভালো লেগেছে এই ই-বুকটি৷
মরীচিকা বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে। এই গল্পে তিনটা প্রধান চরিত্র ক্যথলিন,এন্ড্রিয়া এবং লেখক। গল্পের শুরু হয় লেখকের বাড়ি কিনতে যাওয়ার মাধ্যমে । তিনি একটা বাড়ি কিনতে চেয়েছিলেন।যার জন্য সবকিছু ঘুরে দেখতে গেলে সেখানে কিছু অদ্ভুত জিনিসের সাথে পরিচয় হয়। এরপর তিনি সেই রহস্য উন্মোচন করতে গিয়ে জানতে পারেন ক্যাথলিন আসলে কে ছিলেন? ছোট গল্প হলেও থ্রিলার ধাঁচের গল্প হিসেবে খুবই ভালো ।
প্রথমত ক্যাথলিন নাম টা আমার কাছে দারুন লেগেছে । ওনার বোনের রহস্যময়ী বাড়ি কেনাটা ও ভালো লেগেছে । আর যে কথা বললেই না writter আর লিখনী অনেক সুন্দর, মার্জিত, শব্দচয়ন সুশৃঙ্খল । শেষের দিকে ক্যাথলিনের বোন বোকা হয়ে গেছে । মজার একটা গল্প । কিন্তু গল্পটা আরো একটু বড় হলে ভালো হত। রহস্যময়ী গল্প বড় হলে কৌতূহল বেশি আকর্ষণ করে ।
বইটা বেশ ইন্টারেস্টিং, কল্পনার বাহিরে ছিলো শেষের টুকু।