ইবুকটি সাজানো হয়েছে চারটি গল্প দিয়ে। পাসওয়ার্ড গল্পটি থ্রিলার। বিভ্রম গল্পটি সাজানো হয়েছে সাইবার ক্রাইম নিয়ে। পিঙ্ক শার্ট ডে আর রূপকথা গল্পটি সব বয়সী পাঠকদের ভাল লাগবে।
চমৎকার একটি বই পাসওয়ার্ড! চারটি ছোটগল্প আছে এই ইবুকে। গল্প চারটি নিয়ে আমার পাঠ অনুভূতি- পাসওয়ার্ড: পড়তে পড়তে মাঝপথে বেশ ভয় পেয়েছিলাম পারমিতার জন্য। খুব সুন্দর এবং শিক্ষণীয় গল্প। আমাদের সবার, এই গল্পের মতো পাসওয়ার্ড থাকা দরকার। বিভ্রম: কী সাংঘাতিক অবস্থা! রূপকথা: চমৎকার গল্প! পিংক শার্ট ডে: নিজেদের মধ্যে যেসব খারাপ জিনিস আছে, অন্যকে বুলিং করা, পিছনে কথা বলা ইত্যাদি, তা বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না। রিয়াদের মতো কারোর ঝাকুনিতে হয়তো আমরা এসব থেকে সচেতন হয়ে উঠবো।
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর শিক্ষনীয় একটা বই পাসওয়ার্ড। সময়ের বাস্তবতায় যুগপোযোগী একটা বই। ফারহানা সিনথিয়া আপুর বই আমার বরাবর ভালো লাগে। উনি গল্পে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন। আমি লেখিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বেশ সুন্দর শিক্ষনীয় লেখা ছিল গল্পের আড়ালে। পড়ে বেশ ভালো লেগেছে। পারসোনাল রেটিং :৪/৫
#বুক_রিভিউ বইঃ পাসওয়ার্ড লেখিকাঃ ফারহানা সিনথিয়া বইয়ের ধরণঃ ই-বুক মূল্য - ৫০৳ রেটিং- ৮/১০ এটা আমার দ্বিতীয় পড়া ই-বুক। লাস্ট ইয়ার একটা পড়া হয়েছিল।তারপর আর হয়ে ওঠেনি। বইটিতে চারটি ছোটগল্প আকারে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চারটি ছোট গল্পই অসাধারণ ছিল। সবশেষে এই কথাই বলবো, বইটি পড়ে ভালোই লেগেছে। অন্যরকম ছিল এক কথায়। আপনারা পড়তে পারেন 😊
এক বসায় পড়ে ফেলার মতন সুন্দর ই-বুকটি, চারটা গল্প রয়েছে চাররকম লেগেছে, ছোট গল্প চারটা, পড়ে দেখতে পারেন হতাশ হবেন না। বইটি ভীষণ ভালো লেগেছে আমার । প্রথম গল্প পড়া শুরু করলাম ফোন রাখতে মন চাচ্ছিলো না এইভাবেই একের পর এক গল্পের ভেতর হারিয়ে যাবেন এমনই দারুণ একটা ই-বুক পাসওয়ার্ড 👌👌👌