গল্প সে তো যাপিত জীবনেরই ছবি । এ জীবনে চড়াই উৎরাই আছে, আনন্দ বেদনার অভিঘাত আছে, আছে প্রাপ্তির আলোকউচ্ছাস এবং অপ্রাপ্তির প্রগাঢ় হতাশা ও । এই সব কিছুৃ মিলিয়েই জীবনের অম্লমধুর নির্যাস । আর সেই নির্যাসমথিত উপাদানের শৈল্পিক বুননে গড়ে ওঠে জীবনের গল্প, জীবনজয়ী গল্প। গ্রন্থভুক্ত প্রতিটি গল্পই নতুন এবং আলাদা । এ স্বতন্ত্য যতটা না গল্পের বিষয় উপজীব্যে, তারও অধিক বহিরঙ্গেও প্রকরনে এবং উপস্থাপনের অভিনবত্বে । এই খানে এসে প্রতিটি গল্পই অতিক্রমপ্রয়াসি পূর্ববর্তী গল্পের । এভাবেই ক্রমাগত এগিয়ে যাওয়া , সম্মুখের পাথর সরিয়ে আরো একধাপ পা ফেলা । বিচিত্র সব পাত্রপাত্রী এস জীবনপাত্র মেলে ধরেছে এ গ্রন্থের পাতায় পাতায় । তারা গল্পকারের হাতের ক্রীড়নক নয়, বরং ক্ষেত্রবিশেষে এই চরিত্রগুলিই নিজেদের স্বাভাবিক এবং স্বতঃপ্রনোদিগত বিকাশের স্বার্থে গল্পকারের ভাবনার গতিপথ নিয়ন্ত্রণ করেছে। আবার নতুন মাত্রায় পথও দেখিয়েছে। এ কারণেই এখানে প্রতিটি পাত্রপাত্রী স্বতন্ত্র আলোকপ্রভায় উদ্ভাসিত এবং জীবন্ত । আর এদের প্রাণসম্পদের জেরেই এ বইয়ের গল্পগুলি হয়ে উঠেছে প্রখর গতিময় এবং জীবনমুখী।