Authors
Explore our collection of books across different authors
রফিকুর রশীদ
6
Books
8
Followers
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ২৭ সেপ্টেম্ব্র ১৯৫৭ , মেহেরপুরে । রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্তির পর ১৯৮৩ সালে সিলেটের এক চা – বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন । মন টেকে না নিঃসঙ্গতায় । অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায় । আজো আছেন সেই পেশাতেই , মেহেরপুরের গাংনী কলেজে। তিন যুগেরও অধিক সময়জুড়ে চলছে তাঁর সাহিত্যচর্চা । লেখালেখির প্রিয় প্রাঙ্গণ কথাসাহিত্য । বাংলাদেশের উল্লেখযোগ্য সব কাগজে তিনি বিরামহীন লিখে চলেছেন নানামাত্রিক গল্প এবং বিশেষ সংখ্যায় উপন্যাস । তাঁর গল্পে এ দেশের গ্রামজীবনের চিত্র ভিন্নমাত্রায় উপস্থাপিত হয়েছে যুা তাঁকে গল্পকার হিসেবে বিশিষ্টতা এনে দিয়েছে। মুক্তিযুদ্ধ তাঁর প্রিয় প্রসঙ্গ । গল্প – উপন্যাসে তো বটেই মুক্তিযুদ্ধের ইতিহাসেকেও তিনি উপস্থাপন করেছেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ ভঙ্গিতমায়। ফলে মুক্তিযুদ্ধের উপেক্ষিত অথচ অনিবার্য অনেক প্রসঙ্গ তাঁর বিষেশভাবে মনোযোগ আকর্ষণ করেছে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম . নুরুল কাদেও শিশুসাহিত্য পুরস্কার , অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার , আলাওল সাহিত্য পুরস্কার , অরনি সাহিত্য পুরস্কার , অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার , কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার , বগুড়া লেখকচক্র সম্মাননা , সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, কাজী কাদের নেওয়াজ জন্ম শতবর্ষ সম্মাননা, চন্দ্রাবতী একাডেমি সম্মাননা প্রভৃতি পুরস্কার ।