বাংলা সাহিত্যের অসংখ্য ধারার মধ্যে ছোট গল্প একটি অন্যতম ধারা। যে ধারায় রয়েছে রূপ-রস ও আনন্দের মিশ্রণ। প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া অজস্র ঘটনার মধ্যেই নিহিত রয়েছে এর আসল জৌলুস। লেখালেখির নেশা থেকেই এবার একটি একটি গল্পগ্রন্থের কাছে নিজেকে সমর্পণ করেছি। যেখানে রয়েছে মানব-মানবীর প্রেম; আর ভালবাসা। কিংবা বিরহকাতর প্রেমিক পুরুষের আহাজারি; অথবা কোনো এক স্মৃতি রোমন্থনের নিষ্ফল চাষ। ভালবাসার অজস্র গল্প বইয়ের মাঝে আমার দু’একটি গল্প হয়তোবা অজানা-অচেনা কোনো পাঠকের হৃদয়কে স্পর্শ করতে পারে। সে যাই হোক, লেখার তাগিদ অনুভব করি; তাই চলছে লেখালেখি- চলতেই থাকবে চিরন্তন।